স্টাফরিপোর্টার,নীলফামারী॥ মানসম্মত উচ্চ শিক্ষা বিস্তারে রংপুর বিভাগের শতাধিক কলেজের অধ্যক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ জুন) সকাল ১১টা থেকে বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, সৈয়দপুর ওই সভার আয়োজন করে। সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে অর্ধদিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, সৈয়দপুরের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সানোয়ার উদ্দীন জানান, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত উচ্চ শিক্ষা বিস্তারে বিএইউএসটির ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভার মাধ্যমে রংপুর বিভাগের কলেজগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হলো। শুধু উত্তরবঙ্গ নয়, গোটা দেশের শিক্ষার্থীদের মাঝে মানসম্মত উচ্চশিক্ষা ছড়িয়ে দিতে এ প্রতিষ্ঠান প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন রেজিস্ট্রার লে. কর্নেল (অবঃ) মো. নাঈম। এরপর স্বাগত বক্তব্য দেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. শাহ আলম।
মতবিনিময় সভায় উপস্থিত অধ্যক্ষবৃন্দের মধ্যে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দিদারুল ইসলাম, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক ও বিরোল মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার, সাংবাদিক এম আর আলম ঝন্টু বক্তৃতা দেন।