স্টাফরিপোর্টার,নীলফামারী॥ উত্তরাঞ্চলের রংপুর বিভাগের নীলফামারী জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার(১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে এটি অনুভূত হয়। ধারণা করা হচ্ছে ভারতের আসাম ও ভুটান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, রবিবার(১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশগুলি হচ্ছে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মায়ানমার। এছাড়া ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৯ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়।
বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, বিকাল ৫টা ১৫ মিনিটে ভূমিকম্প ভনুভূত হয়েছে। তবে দেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
অপরদিকে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, কলকতার বিভিন্ন অঞ্চলে পর পর দুইবার ভূমিকম্পন অনুভূত হয়েছে। প্রথমে ৪টা ৪১ মিনিটে ও দ্বিতীয়বার ৪টা ৫০ মিনিটে। ভূমিকম্পের উৎসস্থল ভারতের আসামের গুয়াহাটি এবং তেজপুরের মধ্যবর্তী এলাকা ঢেকিয়াজুলি নামে এক জায়গা থেকে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটি ধরা পড়েছে।
এদিকে নীলফামারী জেলার বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় মাটি সহ ঘরের দরজা-জানালা কেপে উঠে। কম্পনের ফলে সকলে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ভয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
শহরের কালিবাড়ি মোড়ের আদিবা ট্রেডাসের প্রোপাইটার আজিবুল ইসলাম জানান, রবিবার বিকাল ৫টা ১৫ মিনিটে হঠাৎ করে মাটি কেপে ওঠে ভূমিকম্পের অনুভুতি হয়। তাৎক্ষণিক আশপাশের দোকানের সকলে রাস্তায় বেড়িয়ে আসে।
মারুফ ক্লোথ স্টোর এন্ড গার্মেন্টসের প্রোপাইটার জয়নাল আবেদীন জানান, আসন্ন দূর্গা পুজার উপলক্ষে শহরের বাজারগুলিতে ক্রেতাদের ভালই ভিড় ছিল, চলছিল কেনাকাটা। ভূমিকম্পে কিছুক্ষণের জন্য সবকিছু থমকে যায়। দোকানের ভিতর থেকে ক্রেতাসহ সকলে রাস্তায় বেড়িয়ে আসি।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ভূমিকম্পের জেরে প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জেলার বিভিন্ন এলাকায় খোঁজখবর নেয়া হচ্ছে।