আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ- দুলু

তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ- দুলু

রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

রংপুরে হাঁড়িভাঙ্গা আমের ফলন বিপর্যয়ের শঙ্কা

রবিবার, ১৯ মে ২০২৪, দুপুর ০৩:১৬

Advertisement

ডেস্ক: দাবদাহ আর খরার কারণে রংপুরে এবার হাঁড়িভাঙ্গা আমের ফলন অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আম চাষিরা। জেলার মিঠাপুকুর উপজেলার হাড়িভাঙ্গা আমের বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়, বাগানগুলোতে তেমন আম নেই।

অনেক বাগানে হাতেগোনা আম দেখা যায়। বাগানের গাছগুলোতে ছোট ছোট যে আম এসেছে রোদের তীব্রতায় সেগুলো ঝরে পড়ছে। এমন পরিস্থিতি রংপুর জেলার বেশিরভাগ বাগানেই। টানা খরা ও চলমান দাবদাহে আমচাষিরা এবার লোকসানের মুখে পরবে বলে জানান তারা।

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়গাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের আমচাষি লিটন মিয়া জানান, তার বাগানগুলোতে আমের মুকুল ভালোই এসেছিলো। এরপর থেকে বাগান পরিচর্যার কাজ শুরু করেন। কিন্ত খেয়ারী এলাকায় রোদের তীব্রতা বেশি হওয়ায় আমের গুটি ধরে রাখতে পারি নাই।

গুটি রক্ষার জন্য বাগানে সেচ দেওয়ার পাশাপাশি কীটনাশক স্প্রে করেও কোন লাভ হয়নি। গতবারের চাইতে এবার আমের ফলন কম হবে। ফলন কম হওয়ার অজুহাতে এবার যেন অসাধু ব্যবসায়ীরা আমের দাম বাড়িয়ে না দেয় সেজন্য বাজার মনিটর করার দাবি জানান এই বাগান মালিক।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, এবার মৌসুমের শুরুতেই ঝড়-বৃষ্টি পরে টানা তাপপ্রবাহে আমের গুটি কিছুটা কম হলেও ফলন ধরে রাখতে বাগানে প্রতিদিন সেচ দেওয়ার পাশাপাশি নিয়মিত বাগান পরিচর্যা করতে হবে।

এবার জেলার ৩ হাজার ৩৩৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এর মধ্যে ১৯০৫ হেক্টর জমিতে হাড়িভাঙ্গা আমের চাষ হয়েছে। এবার জেলায় আমের উৎপাদন ৩০ হাজার মেট্রিক টন হতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মন্তব্য করুন


Link copied