স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বৈষম্য মুলক কোটা সংস্কারে ছাত্র আন্দোলনের সময়ে নীলফামারীর সৈয়দপুরে পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র অবশেষে ১৬ দিন পর উদ্ধার হয়েছে।
শনিবার(৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে ছিনতাই হয়ে যাওয়া পুলিশের পিস্তল, ৭.৬২ এমএম ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি শুক্রবার(২ আগষ্ট) রাতে সৈয়দপুর শহরের কুন্দল পশ্চিম পাড়ার এক ব্যক্তির পরিত্যক্ত পাকা বাড়ির ঝোপের মধ্য থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৮ জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে অবস্থান নেয়। এরপর তারা রেললাইনে বেরিকেট দিলে শহরে সকল যানবাহন বন্ধ হয়ে যায়। এসময় আন্দোলনকারীদের
হামলায় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং সৈয়দপুর থানা পুলিশের এএসআই রেজাউল হকের ওপরে এলোপাতাড়ি মারপিট জখম করে তার কাছ থেকে ৭.৬২ এমএম ম্যাগাজিনসহ পিস্তল, ছয় রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ সুপারের নির্দেশনায় উদ্ধার অভিযান শুরু করে সার্কেল কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানার ওসি শাহা আলম।