নিউজ ডেস্ক: জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ৩১-দফা রাষ্ট্র সংস্কার নিয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপির জনপ্রিয়তায় অনেকেই ঈর্ষান্বিত। বিএনপিকে ধ্বংস করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিতে এজেন্ট প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে।’
তারেক রহমান আরো বলেন, ‘৫ আগস্টের পর থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলে এজেন্ট প্রবেশ করানো হয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান।’
তারেক রহমান বলেন, আগামী নির্বাচন অতীতের চেয়ে কঠিন হবে। ভোটে জয়ী হতে জনসমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আগামী নির্বাচন নিয়ে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনের পুলসিরাত পার হবার জন্য যেকোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে।