এই প্রকল্পের আওতায় ৭১টি সরকারিসহ দেশের এক হাজার পাঠাগারের কর্নারের জন্য কেনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তাঁর লেখা বই, তাঁকে নিয়ে লেখা বই এবং মুক্তিযুদ্ধবিষয়ক বইগুলো। প্রতিটি প্রতিষ্ঠান গণগ্রন্থাগার অধিদপ্তরের কাছ থেকে এ জন্য ২৫০টি করে বই ও বই রাখার তাক পায়। তবে এই প্রকল্প গ্রহণের সময় বলা হয়েছিল, বই কিনতে গ্রন্থাগারগুলোকে অর্থ দিয়ে দেওয়া হবে।
বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধুর জেলজীবন নিয়ে ৩০৫৩ দিন, অমর শেখ রাসেল, ছোটদের বঙ্গবন্ধু, শেখ মুজিব আমার পিতা, বাংলাদেশে জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা শেখ হাসিনার নির্বাচিত উক্তি—এমন শিরোনামের বইগুলো দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের জন্য।