আর্কাইভ  মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

৫ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৫:৩১

Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।।  বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৫দিন রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে রিমান্ড শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রংপুরের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। এসময় আসামি পক্ষের আইনজীবী এডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব জামিনের জন্য আবেদন করেন। জামিনের বিরোধীতা করেন তদন্তকারী কর্মকর্তা। পরে উভয় পক্ষের শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবী রানী রায় কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
গত ৩১ জানুয়ারী শুক্রবার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 
এর আগে সাবেক মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে ৩০ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির মধ্যে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।
 
উল্লেখ্য: জুলাই বিপ্লব ৫ আগস্ট পরবর্তী সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান গা ঢাকা দেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। মোহাম্মদ নুরুজ্জামান লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

মন্তব্য করুন


Link copied