আর্কাইভ  মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

বুধবার, ১২ মার্চ ২০২৫, দুপুর ০১:৪০

Advertisement

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহিদুল ইসলাম। 

তিনি বলেন, শিশুটি হারিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। সারা দেশে বিভিন্ন স্থানে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। মঙ্গলবার রাতে গাজীপুরের একটি এলাকা থেকে শিশু সায়ানকে উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, এ ঘটনায় তিন থেকে চারজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত রবিবার (৯ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশু সায়ানকে। 

সোমবার সকাল থেকে সারা দিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যত্ন নেন এবং বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেন। দুপুরে ওই নারী তাদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতারের আধঘণ্টা পর শিশুটির মা হাসি বেগম টয়লেটে যাওয়ার কথা বললে ওই নারী জানান, তিনিই সায়ানকে দেখে রাখবেন।

তার আশ্বাসে সায়ানকে রেখে টয়লেটে চলে যান মা হাসি বেগম ও দাদি পারভিন। প্রায় ১৫ মিনিট পর ফিরে এসে তারা আর সায়ানকে খুঁজে পাননি। 

মন্তব্য করুন


Link copied