মহানগর প্রতিনিধি: রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী অমিত বনিককে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি বিকেলে তাকে গ্রেফতার দেখানো হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, মামলার বিষয়ে বেনিফিট দেওয়ার কথা বলে লিপি খান ভরসার কাছে মোবাইলে চাঁদা দাবী করে অমিত বনিক। লিপি খান ভরসার ম্যানেজার পলাশ হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে একটি চাদাবাজীর মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।