আর্কাইভ  সোমবার ● ১৯ মে ২০২৫ ● ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৯ মে ২০২৫

রমেকের ৪৬০ শয্যাবিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র নির্মাণের অগ্রগতি পরিদর্শন

শুক্রবার, ১৬ মে ২০২৫, বিকাল ০৫:২৬

Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যাবিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতার। 
১৬ মে শুক্রবার সকালে তিনি বহুতল ভবনের নির্মাণস্থলে পরিদর্শনে যান এবং কাজের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। 
এ সময় তিনি বলেন, আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এ চিকিৎসা কেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। রংপুরে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু সেই তুলনায় চিকিৎসা সরঞ্জাম ও জনবল অনেক কম।
 রমেক হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এ অবস্থায় নতুন এই চিকিৎসা কেন্দ্র চালু হলে চিকিৎসাসেবার মান ও সুযোগ বাড়বে। রমেক হাসপাতালের পরিচালক আরও বলেন, “বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা আছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালের জায়গা ও অবকাঠামো সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। নতুন প্রকল্প চালু হলে সেই চাপ কিছুটা লাঘব হবে। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান,সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied