আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫ ● ১৯ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
ইরানে স্টারলিংক নিষিদ্ধ, ইসরায়েল-সহযোগীদের জন্য মৃত্যুদণ্ড

পার্লামেন্টে নিরাপত্তা আইন পাস
ইরানে স্টারলিংক নিষিদ্ধ, ইসরায়েল-সহযোগীদের জন্য মৃত্যুদণ্ড

ইরান কি এবার পারমাণবিক বোমা বানাবেই? জনতার চাপ তুঙ্গে!

ইরান কি এবার পারমাণবিক বোমা বানাবেই? জনতার চাপ তুঙ্গে!

ইরানে শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজায় মানুষের ঢল

ইরানে শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজায় মানুষের ঢল

গাজায় একদিনে প্রাণ গেল ৭২ জনের, মোট নিহত ছাড়াল ৫৬ হাজার ৩০০

ইসরায়েলের হামলা
গাজায় একদিনে প্রাণ গেল ৭২ জনের, মোট নিহত ছাড়াল ৫৬ হাজার ৩০০

৩ আগষ্ট বাংলাদেশ পূর্ণগঠনের জন্য আমরা ইশতেহার ঘোষনা করবো- নাহিদ ইসলাম

বুধবার, ২ জুলাই ২০২৫, বিকাল ০৬:২৭

Ad

প্রহলাদ মন্ডল সৈকত,কুড়িগ্রাম: ‘আগামী ৩আগষ্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পূনঃগঠনের জন্য আমরা ইশতেহার ঘোষনা করবো। গণঅভ্যূত্থানকে যারা ব্যর্থ করতে চাচ্ছে ষড়যন্ত্র করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিহত করবো ৩আগষ্ট শহীদ মিনারে।’  

বুধবার(২জুলাই) দুপুর দেড়টায় রাজারহাট বাজারের ট্রাফিকমোড় এলাকায় এক পথ সভায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিরি আরও বলেন রাজারহাটে আপনাদের উৎসাহ মূলক উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরনা জাগিয়েছে। দেশগড়ার ডাক দিয়ে নতুন বাংলাদেশকে পূনঃগঠনের আহবান জানিয়ে শুরু করেছি আজকের এ পদযাত্রার। প্রতিটি পদযাত্রা বাংলাদেশের প্রতিটি গ্রাম শহর আলোকিত করবে এ আমাদের প্রত্যাশা। তিন অন্যান্য দলের প্রতি ইঙ্গিত করে বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হওয়া মনে করিয়ে দেয় কোন স্বৈরাচার কোন ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকিয়ে থাকতে পারে না।যারা এই গণউৎসের বিরুদ্ধে দাঁড়াবে যারা সরকার দখলদারি ও চাঁদাবাজদের পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধে বার বার গণ অভ্যূত্থান তৈরি করবো আমরা। নতুন বাংলাদেশ গঠনের জন্য বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা ছিল, কিন্তু আমরা জানি এখনো আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারিনি।

তিনি কুড়িগ্রাম সম্পর্কে বলেন, বৈষম্য অবহেলা দূর্দশা এবং বঞ্চনার আর এক নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকা এখানে বৈষম্য দুর করতে হবে। আমাদের শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি এবং কৃষি কাজে কাজ করতে হবে। সরকারের কাছে আমরা আহবান জানাই, আঞ্চলিক বৈষম্যের শিকার যেন কুড়িগ্রাম না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা একটা নতুন বাংলাদেশের জন্য ফ্যাসিবাদের সরকারের পতনের মধ্য দিয়ে আমরা একটা ধাপ পূরন করেছি ।আমাদের দ্বিতীয় ধাপ পূরন করতে হলে বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হবে। এটা আমরা গঠন করবো। বাংলাদেশের জন্য আমরা কাজ করবো। আগামী ৩আগষ্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পূনঃগঠনের জন্য আমরা ইসতেহার ঘোষনা করবো। গণঅভ্যূত্থানকে যারা ব্যর্থ করতে চাচ্ছে ষড়যন্ত্র করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিহত করবো ৩আগষ্ট শহীদ মিনারে। গণ অভ্যূত্থানের অগ্রনায়কদের উপর পুলিশী হামলা চালাচ্ছে। যদি তাদের উপর নির্মমভাবে অন্যায়ভাবে হাত তোলে তাহলে এর ফলাফল ভাল হবে না। আমরা চাই পুলিশ সংষ্কার হবে। এসময় দলের কেন্দ্রীয় নেতারা রাজারহাটের কৃতি সন্তান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদকে পরিচয় করে দিয়ে রাজারহাটবাসীকে তার সাথে থাকার জন্য অনুরোধ করেন।

এসময় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।  দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজারহাট উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথ সভা শেষে তারা কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হন।

মন্তব্য করুন


Link copied