নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরে এনসিপির পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও ১০টা জায়গায় হামলা চালানো হলেও আমাদেরকে দমন করা যাবে না।
তিনি বলেন, আমরা জানি, আমাদের সামনে আরেকটি লড়াই আসছে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামবো না।