মমিনুল ইসলাম রিপন: রংপুরে ‘কিটফাস্ট পাবলিক লিমিটেড কোম্পানি’ রন্ধন শিল্পের জন্য ব্যহৃত সামগ্রীর বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার রংপুরের পর্যটন মোটেলে এই উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, হোটেল এক্স ঢাকার ভাইস প্রেসিডেন্ট অ্যান্হনি পিউরিফিকেশন, বিশেষ অতিথি আইন মন্ত্রনালয়ের জজ এস.এম. জাকির হাসান, পুলিশ সুপার মোছা: লিজা বেগম, বগুড়া কিটফাস্ট কো-পার্টনার মাহবুব আহমেদ প্যাটেল।
এছাড়াও কিটফাস্ট ব্যবস্থাপনা পরিচালক আহমেদ মুক্কি, কিটফাস্ট রংপুর পিএলসি ও কোম্পানির অন্যান্য পরিচালক বৃন্দ, অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব মো: শাহরিয়ার সাঈদ পাভেল, কো-পার্টনার, কিটফাস্ট পিএলসি, রংপুর। এটি কিটফাস্ট ব্রাঞ্চ কোম্পানির রংপুরের তৃতীয় ব্রাঞ্চ হিসেবে উদ্বোধন হলো।
রংপুর ফ্যাক্টরিও শোরুম রংপুরের হনুমানতলা ইসলামপুর ১ নম্বর রোড এ অবস্থিত। প্রতিষ্ঠানটি দেশে নিজস্ব ফ্যাক্টরিতে চাইনা, কোরিয়া, ভিয়েতনাম ও ইন্ডিয়া থেকে আমদানিকৃত পণ্য বিক্রয় ক্রয় বিক্রয়সহ ওই দেশের প্রযুক্তির ব্যবহার কওে এসব পণ্য উৎপাদন করা হবে। যে সব পণ্য পাওয়া যাবে এর মধ্যে কমার্শিয়াল কিচেন ওয়্যার মেশিনারিজ, ফুড প্রসেসিং মেশিনারিজ, বেকারি মেশিনারিসহ রন্ধন শিল্পে ব্যবহার ও খাদ্য সংরক্ষনের জন্য বিভিন্ন পণ্য পাওয় যাবে।