স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে(৫৫) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার(৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোশাররফ হোসেন। এরপর বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যাসহ ছাত্র জনতার ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের হয়। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। রবিবার(৭ সেপ্টেম্বর) দিবারাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি ভাড়া বাসা থেকে মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে জিআর ২৬৭/২০২৪ মামলার বাদি বিএনপি নেতা আব্দুস সালাম বাবলা বাড়ি ও অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে বিকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, সোমবার আদালতে হাজির করা হলে তাঁর জামিন আবেদন না মঞ্জুর করে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর বিকালে তাকে কারাগারে পাঠানো হয়। ওসি আরও বলেন, পরবর্তীতে অন্যান্য মামলায় তাঁকে শোন অ্যারেস্টের আবেদন করা হবে।