স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে সেবা পেলেন ৭০০ রোগী। আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন ও ইকু গ্রুপের আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর) শহরের জেলা পরিষদ ডাকবাংলা চত্বরে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই কর্মসূচি, যেখানে বিনামূল্যে ১২০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।
এরআগে সকালে ক্যাম্পের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো: নুর-ই-আলম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) ইরফান আলম ইকু, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন, সাংবাদিক এম আর আলম, চিকিৎসক মুরাদ ইবনে হাফিজ, লিমন সরকার, ফাউন্ডেশনের সদস্য সচিব নওশাদ আনসারী ও হাসপাতালের ব্যবস্থাপক মো. আহসানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন।
দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পে নীলফামারী, সৈয়দপুর সহ আশপাশের জেলার মানুষরা নিজেদের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসেন। এছাড়া রোগীদের জন্য ব্যবস্থা ছিল পানি ও খাবারের।
চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ সাইরুন বেওয়া বলেন, চোখে ঝাপসা দেখছিলাম, তাই ডাক্তারের কাছে এসেছি।
পার্বতীপুর থেকে আসা বৃদ্ধ আব্বাস আলী বলেন, বাম চোখে ছানি পরায় ঝাপসা দেখি। এখানে বিনামূল্যে চোখ পরীক্ষার পর চিকিৎসক দ্রুত চোখ অপারেশন করতে বলেন। প্রথমে ভেবেছিলাম অপরারেশন করতে অনেক টাকা খরচ হবে, কিন্তু তারাই বিনামূল্যে আমার চোখ অপারেশন করে দিতে চেয়েছে।
ইকু গ্রুপের প্রধান নির্বাহী ইরফান আলম ইকু জানান, ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অর্থ সহায়তা, শাড়ি-কাপড় বিতরণ ও গরীব রোগীদের চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। তিনি বলেন, আগামীতে আরও বড় পরিসরে চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।