মমিনুল ইসলাম রিপন, রংপুর।। রংপুরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শুরু হয়েছে “আন্ত কামারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কামারপাড়া ঈদগাহ মাঠে অগ্রণী সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও সিনিয়র করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল এমন একটি খেলা যা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধও গড়ে তোলে। অগ্রণী সংঘের এই উদ্যোগ তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি পাড়ায় পাড়ায় এই ধরনের খেলাধুলার আয়োজন করে পারা মহল্যাযর মাদকাসক্ততা থেকে যুব সমাজকে দূরে রাখা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক আরিফুজ্জামান আরমান।এছাড়াও উপস্থিত ছিলেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল,সদস্য আবু রায়হান, রাশেদ হোসেন রাব্বি, সমাজসেবক আরিফুজ্জামান আরমান, সামসুজ্জামান দিপু, আলামিন, মারুফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৪ নং সদ্যপুস্করনী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান বাবু। এসময় তিনি বলেন, আমাদের উদ্দেশ্য শুধু একটি খেলার আয়োজন নয়, বরং তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে মাদকমুক্ত একটি সমাজ গঠন করা।”
উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য ব্যানার-ফেস্টুনে সাজানো মাঠে প্রথম ম্যাচটি শুরু হয়। এলাকাবাসী, ক্রীড়াপ্রেমী ও তরুণদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবে পরিণত হয়।
এবারের টুর্নামেন্টে কামারপাড়া ও আশপাশ এলাকার মোট ৮ টি দল অংশ নিচ্ছে। আগামী সপ্তাহজুড়ে চলবে এই টুর্নামেন্ট, যা স্থানীয় পর্যায়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।