আর্কাইভ  শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫ ● ১০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
রংপুর  চিড়িয়াখানার শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু

রংপুর চিড়িয়াখানার শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু

শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: অধ্যাপক ইউনূস

শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: অধ্যাপক ইউনূস

জেন-জিরা হাসিনার ‘মিথ’ ভেঙে দিয়েছে : চিফ প্রসিকিউটর

‌'হাসিনাকে জিজ্ঞেস করা হতো, কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না?'
জেন-জিরা হাসিনার ‘মিথ’ ভেঙে দিয়েছে : চিফ প্রসিকিউটর

সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে : তথ্য উপদেষ্টা

সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে : তথ্য উপদেষ্টা

‘দখল করা ব্যাংকের কর্মীদের পোলিং এজেন্ট বানাতে চায় একটি দল’

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, বিকাল ০৫:৪১

Advertisement

নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল নিজেদের নিয়ন্ত্রিত দখল করা ব্যাংক এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীদের আগামী জাতীয় নির্বাচনে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বক্তব্য দানকালে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি রাজনৈতিক দল তাদের নিয়ন্ত্রিত দখল করা ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।

তিনি বলেন, ‘একটা রাজনৈতিক দল স্কুল কমিটিগুলো দখল করেছে। স্কুল কমিটির সভাপতি, সেক্রেটারিকে দখল করেছে। শিক্ষকদের জিম্মি করেছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলো দখল করার জন্য তাদের এখনই সশস্ত্র কায়দায় ট্রেনিং দেওয়া হচ্ছে।

দেশের সামগ্রিক পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে আরেকটি ‘ইঞ্জিনিয়ার্ড ইলেকশন’ উপহার দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের মতো বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চায় না জাতি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি ফ্রি ইঞ্জিনিয়ার্ড ইলেকশন আবার জাতি উপহার পাবে।

নির্বাচন সামনে রেখে বর্তমানে সচিবালয়ে ডিসি, এসপি, ভাগাভাগি চলছে অভিযোগ করে হাসনাত জানান, তার দল একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য সহায়তা করতে প্রস্তুত। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোকে ‘প্রশাসনিক ভাগাভাগি বন্ধ করতে হবে’ বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন


Link copied