স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এসময় তিনি বলেন, বিএনপি জনগণের কল্যাণের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। নীলফামারীতে যুবদল অত্যন্ত শক্তিশালী। বিএনপিকেও এরকম শক্তিশালী হতে হবে। তাই নিজেদের মধ্যে বিভেদ না রেখে আমরা দলের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বিএনপি প্রতি মমত্ববোধ এবং একাত্ততা ঘোষণা দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করে তারেক রহমানকে প্রতিটি আসন উপহার দেয়া হবে ইনশাল্লাহ।
সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিন বলেন, উত্তরা ইপিজেড নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, একটি বিশেষ চক্র এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমরা চাই না ইপিজেড বন্ধ হোক, ইপিজেডে কর্মচাঞ্চল্য তৈরি হোক।
নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু, রিয়াজুল ইসলাম কালু প্রমুখ।
এছাড়া আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌর এবং ইউনিয়ন শাখার সকল পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে এসে শেষ করে ।