আর্কাইভ  সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫ ● ১২ কার্তিক ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ

২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

নাফিসা কামালের অরবিটালসসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা

নাফিসা কামালের অরবিটালসসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা

বিএনপি সরকার গঠন করলে বেসরকারি খাতকে প্রাধান্য দেবে : আমীর খসরু

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, রাত ০৮:১৮

Advertisement

নিউজ ডেস্ক:  আগামীতে সরকার গঠন করতে পারলে বিএনপি অর্থনীতির নতুন মডেল তৈরি করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের হাত থেকে নিয়ন্ত্রণের পরিমাণ কমিয়ে এনে বেসরকারি খাতকে প্রাধান্য দেওয়া হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি কমিয়ে কাজের গতি ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হবে।

সোমবার রাজধানীতে ‘ইকোনমিক রিফর্ম সামিট’ এর উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির এ নেতা। আমীর খসরুর মতে, আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রয়োজন। আমলাতন্ত্রের ক্ষমতা কমিয়ে আনারও পক্ষে মত দেন দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ৩১ দফা বিএনপির প্রতিশ্রুতি। কেউ ঐকমত্য হোক বা না হোক বিএনপি বাস্তবায়ন করবে। নির্বাচনী জোটের শরিকদের পছন্দ মতো প্রতীকে ভোট করতে দেওয়া উচিত। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না।

তিনি বলেন, নীতি প্রণয়ন আমলাদের কাজ না। যারা সংশ্লিষ্ট তাদের দিয়ে করতে হবে। মূল অর্থনৈতিক পরিকল্পনায় নতুন অর্থনৈতিক মডেল প্রস্তুত করতে হবে। সবার অংশগ্রহণ থাকতে হবে। সবার সুযোগ থাকতে হবে। গণতান্ত্রিক অর্থনীতির প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি। ক্ষমতায় গেলে অর্থনীতির নতুন মডেল করবে বিএনপি। তৃণমূলের অর্থনীতির কারিগরদের ওপর বিনিয়োগ করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক দল সরকার চালায় না, সরকার চালায় প্রতিষ্ঠান। মানুষের জন্য সরকার চালাতে চাইলে প্রতিষ্ঠানগুলো স্বাধীন করতে হবে। বিএনপি প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ করেনি, তাই ব্যাংক-শেয়ারবাজারে লুটপাট হয়নি। বড় প্ল্যান নিয়ে আমরা আসতেছি। ব্যাংকিং ডিভিশন থাকবে না।

দেশের সব প্রান্তিক মানুষকে জিডিপির সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে মন্তব্য করে আমীর খসরু বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের মানুষের কর্মসংস্থান বাড়ানোসহ জনকল্যাণমূলক অর্থনীতির মডেল হাতে নেওয়া হবে। অতীতের অর্থনীতির মডেল ছিল শুধুমাত্র একটি শ্রেণির মানুষের জন্য। যেখানে সাধারণ মানুষ ছিল উপেক্ষিত। আগামীতে এই বৈষম্য দূর করা হবে।

মন্তব্য করুন


Link copied