নিজস্ব প্রতিবেদক, মমিনুল ইসলাম রিপন ,রংপুর।। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ধানের শীষের পক্ষে রংপুর মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ মহানগর বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত আয়োজিত এ প্রচার মিছিলে প্রায় দুই থেকে আড়াই হাজার নেতাকর্মী অংশ নেন। মহানগর যুবদলের আহŸায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের নেতৃত্বে মিছিলটি গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ও রংপুর মহানগর বিএনপির সদস্য ডাঃ নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর মহানগর কৃষক দলের আহŸায়ক ও মহানগর বিএনপির সদস্য শাহনেওয়াজ লাবু, রংপুর মহানগর ছাত্রদলের আহŸায়ক ইমরান খান সুজন, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ইমরান হোসেন এবং রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন প্রমুখ।
মিছিলে পূর্ববর্তী সমাবেশে বক্তারা রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনকে রংপুর-০৩ (সদর) আসনে মনোনয়ন প্রদানের দাবি জানান।
বক্তারা বলেন, তার মতো ক্লিন ইমেজের নেতা রংপুরের রাজনীতিতে বিরল। তিনি মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন। তার জনপ্রিয়তা শুধু বিএনপি নেতাকর্মীদের মাঝেই নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক।
বক্তারা আরও বলেন, অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনকে মনোনয়ন দেওয়া হলে রংপুরের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রচার মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীরা ৩১ দফা বাস্তবায়নের আহŸান জানান।