স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর বিনোদন কেন্দ্র ও শীতের অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত ‘নীলসাগর বিন্যাদিঘী’ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে। দুই কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বৃহস্পতিবার(৩০ অক্টোবর) দুপুরে ওই প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে ‘সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় নীলসাগর বিন্যাদিঘীর এই উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়। প্রকল্পের মধ্যে রয়েছে সৌন্দর্যবর্ধনে গাইড ওয়াল, রাস্তা, দর্শনার্থীদের বসার স্থান এবং নীল দিঘীর ঘাট নির্মান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী এলজিইডি নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, সদর উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মামনুর রশিদ প্রমুখ।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান জানান, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নে নীলসাগরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নীলসাগরের সৌন্দর্য বর্ধণ এবং আধুনিকায়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এলজিইডির প্রকল্প ছাড়াও জেলা পরিষদের অধীনে ৫০ লাখ টাকা ব্যয়ে দর্শনার্থীদের হাটার জন্য ওয়াকওয়ে এবং নীলসাগরের পানির ওপর দৃষ্টিনন্দন গোলঘর এবং নীলসাগর পাড়ে পাখিদের দৃষ্টিনন্দন অভয়াশ্রম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ যে, নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা এলাকায় ৫৩.৯০ একর জমির ওপর অবস্থিত নীলসাগর। এক সময় বিরাটরাজ রাজা তার কন্যা রাজকুমারী বিন্যাদেবীর স্নান ও পূজার জন্য পুকুর খনন করেন। সেই সময় দীঘির নাম দেওয়া হয় ‘বিন্যাবতী’। কালের বিবর্তনে বিন্যাবতী দীঘির নাম পরিবর্তন করে রাখা হয় নীলসাগর বিন্যাদিঘী। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র, প্রতি বছর শীত মৌসুমে এখানে অসংখ্য অতিথি পাখির সমাগম ঘটে।