আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ● ২৯ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

ঠাকুরগাঁও ডিসি অফিসের নারী কর্মচারীকে যৌন হয়রানি, লিখিত অভিযোগ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ০৬:২৫

Advertisement

ঠাকুরগাঁও প্রতিনিধ: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের এক নারী কর্মচারীকে উপ-সহকারী প্রসাশনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। এমন ঘটনায় জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২-০৯-২৫ সালে সকাল ১১ টায় অফিসে আসেন ভুক্তভোগী নারী কর্মচারী। দুপুর ১২ টা ২৫ মিনিটে নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসির) রুমে নাস্তা দিয়ে আসেন।পরিবেশন শেষে নাস্তার রুমে চলে এসে প্রয়োজনীয় জিনিসপত্র পরিস্কার করেন তিনি। এমন সময় যৌন লালসার চরিতার্থের উদ্দেশ্যে ভুক্তভোগী নারীর বিভিন্ন অংশে হাত দেন তিনি।বারবার বাঁধা দেওয়া সত্ত্বেও অনৈত্তিক কাজ করার জন্য জোর জবরদস্তি করেন উপেন্দ্র নাথ রায়। এমন ঘটনায় মানসিক-শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন ভুক্তভোগি নারী কর্মচারী।
 
ঠাকুরগাঁও জার্নালিষ্ট ক্লাবের আহবায়ক বিশাল রহমান বলেন, এমন ঘটনা হতাশা জনক। ডিসি অফিসে যেখানে নারী প্রধান সেখানে নারী যৌন হযরানী দু:খজনক। আমরা আশাবাদী তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।
 
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায় বলেন, স্যারেরা তদন্ত করছেন উনারা ভালো বলতে পারবেন। 
 
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন


Link copied