আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ডিমলায় ৮ বছরের শিশুকে ধর্ষনকারী গ্রেপ্তার

রবিবার, ৯ জুন ২০২৪, রাত ০৮:১৬

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ডিমলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী শিশুকে ধর্ষণকারী  মমিনুর রহমানকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি ২ ক্যাম্পের সদস্যরা। রবিবার(৯ জুন) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ। 
ধর্ষক মমিনুর রহমান ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে। ডিমলা থানার মামলা সুত্র মতে, চলতি বছরের ১৭ মে দুপুরে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার মমিনুর রহমান ওই শিশুক চকলেটে লোভ দেখিয়ে ফাকাবাড়িতে এনে ধর্ষন করলে  শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ঘটনার পর পরই আসামি পালাতক ছিলেন।
শিশুটির পিতা সোহেল রানা মিলন (মামলার বাদী) অভিযোগ করে বলেন, আমার শিশুকন্যা ধর্ষণের বিষয়টি তাৎক্ষণিক পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে। কিন্তু ডিমলা থানা পুলিশ আসামীকে ধরার জন্য কোন ভুমিকা পালন করেনি। উল্টো ঘটনা মিমাংসার জন্য আসামীকে সুযোগ দেয়। তাই বাধ্য হয় র‌্যাবের মাধ্যমে আসামীকে ধরার আবেদন করি।
ডিমলা থানার ওসি দেবাশীষ রায় বলেন, ঘটনার পর এবং মামলা দায়েরে পুলিশ সহায়তা করে। আসামীক বিভিন্ন স্থান গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়।তিনি জানান র‌্যাবের পক্ষে আসামী আটক করে রবিবার দুপুরে থানায় দিয়েছে। আমরা আসামীকে আদালতের মাধ্যমে সন্ধ্যায় জেলা কারাগারে প্রেরন করি। 

মন্তব্য করুন


Link copied