স্টাফরিপোর্টার,নীলফামারী॥ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটি(সনাক), নীলফামারী আয়োজনে কলেজের হলরুমে দুই ঘন্টা ব্যাপি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধে ২০০৯ সালে তথ্য অধিকার আইন, আইন প্রয়োগের মাধ্যমে জনগণকে অধিকতর সচেতন ও উদ্বুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে চাহিদাভিত্তিক তথ্য প্রদান সম্পর্কে জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্য জানার মাধ্যমে নিজেকে বদলাতে হবে এবং তথ্য জানার মাধ্যমেই দেশ ও সমাজকে বদলাতে হবে। দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন প্রধান অস্ত্র হিসেবে ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা চৌধুরী, জেলার সহকারী তথ্য কর্মকর্তা মো.কবির উদ্দিন, সনাক সদস্য তাহমিনুল হক ববী, আজমা আহসান, মো. মিজানুর রহমান লিটু, আফরোজা বিনতে আজিজ গ্লোরী সহ সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, সনাক পরিচালিত ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দ।
উপাধ্যক্ষ অধ্যাপক মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জনগন সকল ক্ষমতার মালিক, কিন্তু শাসক গোষ্টীই নিজের হাতে ক্ষমতা নিয়ে মালিক হয়ে যায় ও জনগণের সামনে সামান্য তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন। সেক্ষেত্রে, তথ্য অধিকার আইন জনগনকে ক্ষমতায়িত করেছে। যেনো জনগণ সঠিক তথ্যের মাধ্যমে তাদের অধিকার আদায় করতে পারে।
টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে ইয়েস সদস্য হিসেবে যুক্ত হয়ে দুর্নীতিমুক্ত দেশ গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান ইয়েস গ্রুপের আহ্বায়ক ও সনাক সদস্য তাহমিনুল হক ববী।
দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেন জেলা সহকারী তথ্য কর্মকর্তা মো.কবির উদ্দিন বলেন, প্রায়ই সময় তথ্য না জানায় ও সিটিজেন চাটারে তথ্য হালনাগাদ না থাকায় সাধারণ জনগণ তা না জানার ফলে কর্মকর্তা-কর্মচারীগণ দুর্নীতি করে বসে। তথ্য অধিকার আইন, জনগণের অধিকার ও সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত সুবিধা সম্পর্কে অবহিত থাকলে কেউ আর দুর্নীতি করার সাহস পাবে না। তিনি সনাককে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কর্মসূচি চলমান রাখার আহ্বান জানান।
সভা শেষে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্ক জনগণকে অধিকতর সচেতন করা, আইনটি প্রয়োগে জনগনকে উদ্বুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে চাহিদাভিত্তিক তথ্য প্রদানের সংস্কৃতি অধিকতর চালু করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাক, স্থানীয় পর্যায়ে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।