স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দুই নাতির কলহ থামাতে গিয়ে প্রাণ হারালো বৃদ্ধা দাদা দেওয়ান আলী(৬৫)। নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার সদরের শান্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শান্তপাড়া মোড়ে দুই চাচাতো আজিজুল ইসলামের ছেলে মিলন (১৭) ও জাহেদুল ইসলামের ছেলে বাদশার(১৬) মধ্যে কলহ থেকে হাতাহাতি শুরু হয়। এ সময় গ্রামের দুরসর্ম্পকের বৃদ্ধ দাদা দেওয়ান আলী দুই নাতির বিরোধ মেটাতে গেলে তাদের ধাক্কায় বৃদ্ধ দাদা ছিটকে পড়েন। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তিনি মারা যান তিনি। মৃত দেওয়ান উপজেলার গদা উচাপাড়া গ্রামের বাচ্চা মামুদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।