মমিনুল ইসলাম রিপন: রংপুরের গংগাচড়া উপজেলায় দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ আজাহারুল ইসলাম (৩৮)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মোহাম্মদপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে র্যাবের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৫ সকাল সাড়ে ৯টার দিকে গংগাচড়া থানার ঘাঘট নদী সংলগ্ন এলাকায় বালু উত্তোলন পয়েন্টে পাথর কুড়াতে যায় দুই শিশু—আব্দুর রহমান (৮) ও মারুফ (৬)। ওই সময় পাথর কুড়ানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রধান আসামি আজাহারুল ইসলাম তার সহযোগীদের সহায়তায় শিশু দুজনকে নৃশংসভাবে হত্যা করে এবং বালুর নিচে চাপা দিয়ে রাখে।
শিশুরা ঘরে না ফেরায় পরিবার তাদের খোঁজাখুঁজি শুরু করে এবং এক পর্যায়ে আজাহারুল ইসলামের বালু উত্তোলন পয়েন্টে মাটিচাপা দেওয়া অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর নিহত শিশুদের পিতা আব্দুর রশিদ ও জাকেরুল ইসলাম বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১২/২৬১, তারিখ–০৭/০৮/২০২৫; ধারা–৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০)।
এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনাটির গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে তৎপরতা চালায়।
অবশেষে আজ সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামে অভিযান পরিচালনা করে আজাহারুল ইসলামকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। শিশুদের প্রতি সহিংসতার মতো সংবেদনশীল অপরাধে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সংস্থার প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ।