 
                                                                        
                                                                        
                                        
নিউজ ডেস্ক: রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট-সান্তাহার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার দুপুরে পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং এর জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েট ভেঙে গিয়ে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পর সেখানে উৎসুক জনতা ভীড় করছে।
এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, তিনি এখন বাইরে আছেন। এ বিষয়ে আপাতত কিছু বলতে পারছেন না।
তবে বর্তমানে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন, ফ্রি হয়ে ফোন দেবেন বলে এই প্রতিবেদককে জানান।