২৫ নভেম্বর ২০২৩, রংপুর: আজ রংপুরে টিআইবি-এর প্রকল্প “পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)” এর সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের এর অধীনে বিভিন্ন খাতে প্রতিষ্ঠানভিত্তিক নাগরিকদের সমন্বয়ে গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্যদের টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
হোটেল ক্যাসপিয়া, রংপুরে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সনাক, রংপুরের সভাপতি ড. শাশ্বত কুমার ভট্টাচার্য। সনাক এর অনুপ্রেরণায় স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানভিত্তিক গঠিত নাগরিক কমিটি অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)’র সদস্যগণকে টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)- টিআইবি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি, প্যাকটা প্রকল্প ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে এসিজি’র করণীয়, স্বেচ্ছাসেবা, স্বেচ্ছাসেবক ও এসিজি ধারণা এবং টিআইবি’র নৈতিক আচরণ বিধি বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়।
উক্ত ওরিয়েন্টেশনে রংপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য খাত বিষয়ক শেখপাড়া, দেওয়ানটুলি, আমাশু কুকরুল ও দর্শনা এলাকার রংপুর শহরের চারটি গ্রুপের প্রায় ৪০জন এসিজি’র সদস্য প্রশিক্ষনার্থীগণ অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন পরিচালনা করেন টিআইবি’র রংপুর ক্লাস্টারের কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। ওরিয়েন্টেশনের সমাপনী করেন সনাক, রংপুরের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন সনাক-এর সহ-সভাপতি প্রফেসর মো. শাহ আলম ও নাফিসা সুলতানা এবং অন্যান্য সদস্যবৃন্দ অ্যাডভোকেট এ. এ. এম মুনীর চৌধুরী, সামসাদ বেগমসহ টিআইবি’র অন্যান্য কর্মকর্তা ও ইন্টার্ন, ইয়েস সদস্যবৃন্দ। এছাড়াও ওরিয়েন্টেশনের শেষে এসিজি সদস্যদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।