আর্কাইভ  মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

লালমনিরহাটে ফেন্সিডিল ও গাঁজাসহ ছাত্রদল নেতা আটক

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ০৫:৫২

Advertisement

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহবায়ক মছির উদ্দিন দুলালকে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেল-হাজতে প্রেরণ করে কাউনিয়া থানা পুলিশ। এর আগে শুক্রবার তাকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও সাড়ে  ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

মছির হোসেন দুলাল হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

কাউনিয়া থানার সুত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ মছির উদ্দিন দুলালকে গ্রেফতার করেন তারা। পরে তাকে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন র‍্যাব।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন জানান, তিনিও বিষয়টি লোকমুখে জানতে পেরেছেন। ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শরিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটক মছির উদ্দিন দুলালকে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন র‍্যাব।

মন্তব্য করুন


Link copied