আর্কাইভ  মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

লালমনিরহাটে স্কুলের ক্লাসরুম থেকে দপ্তরির মরদেহ উদ্ধার

সোমবার, ৭ জুলাই ২০২৫, বিকাল ০৭:১৭

Advertisement

 লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদরের হাড়িভাঙ্গা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাসরুম থেকে দপ্তরি মো. সাইফুল ইসলামের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইফুল ইসলাম সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের কসাইটারি এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। একই সঙ্গে তিনি দপ্তরি ও নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা জরুরি প্রয়োজনে সাইফুলকে ফোন দেন। ফোনে তাকে না পেয়ে তিনি সকাল আটটার দিকে স্কুলে এসে প্রধান ফটক খোলা পান। পরে স্কুলে প্রবেশ করে একটি ক্লাসরুমে ফ্যানের সঙ্গে সাইফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীরা ছুটে এসে স্কুল প্রাঙ্গণে ভিড় করেন। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সাইফুল আত্মহত্যা করে থাকতে পারেন।

ঘটনার খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। সাইফুল প্রায় ১১ লাখ টাকার ঋণে জর্জরিত ছিলেন এবং বসতবাড়ির ৪ শতক জমিও বিক্রি করেছেন। এছাড়াও তার পরিবারে কলহ ছিল। হতাশার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মন্তব্য করুন


Link copied