আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

ধবংস হতে চলেছে পাবনার মুসলিম জমিদার বাড়ি

বুধবার, ২ নভেম্বর ২০১৬, সকাল ০৬:০০

সংরক্ষনের অভাবে ধবংস হতে চলেছে পাবনার এক সময়ের একমাত্র মুসলিম জমিদার আজিম চৌধুরীর বাড়ি। ইতোমধ্যে বেহাত হয়ে গেছে প্রায় ১০ হাজার একর সম্পত্তি। জমিদার আজিম চৌধুরী প্রায় দুইশ বছর আগে পাবনার দুলায়ে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন। প্রভাবশালী এই মুসলিম জমিদার বাড়িতে ছিলো বিশাল দ্বিতল ভবন, কাচারী ঘর, পাতিশাল- ঘোড়াশাল। অথচ এখানে একটি বির্ধস্থ্য বাড়ির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ঠ নেই। স্থানীয়রা জানায়, জমিদারী প্রথা বিলুপ্তির পর এ জমিদারের বংশধরদের মধ্যে বিরোধের কারণে বাড়িটি দীর্ঘ সময় পরিত্যক্ত ছিলো। এই সুযোগে দূবৃত্তরা এই বাড়ির প্রায় সবকিছুই লুট করে নিয়ে যায়। এমকি এ জমিদার প্রায় সব সম্পত্তি বেহাত হয়ে যায়। আজিম চৌধুরীর বংশধর আহসান জান চৌধুরী বলেন, ১৯৯৪ সালে এ জমিদারের উত্তারাধিকাররা দীর্ঘ আইনী প্রক্রিয়ার পর বাড়িটি উদ্ধার করলেও তখন এর ধবংশাবশেষ ছাড়া কিছুই অবশিষ্ঠ ছিলো না। তবে এখনো প্রভাবশালীদের দখলে থাকা কয়েক হাজার বিঘা সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়নি। পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো জানান, এ বাড়িসহ আজিম চৌধুরীর বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ কার হবে। পাবনা অঞ্চলের বিখ্যাত এই জমিদার স্মৃতি সংরক্ষণে সরকারী সহযোগীতা চেয়েছেন উত্তারাধিকাররা।

মন্তব্য করুন


 

Link copied