আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়      

 width=
 

জাল টাকাসহ নীলফামারীর র‌্যাবের হাতে একজন আটক

বৃহস্পতিবার, ১১ মে ২০১৭, দুপুর ০১:৩৪

  জাল টাকাসহ আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পঞ্চগড় জেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বাজারের আদর্শ ডিজিটাল স্টুডিও থেকে তাকে আটক করে। সে ওই ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত. রমজান আলীর ছেলে। আজকে বিকেল সাড়ে চারটার দিকে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার শাহীনুর কবিরের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান চারিয়ে এক হাজার ১০৬টি এক হাজার টাকার ১১ লক্ষাধিক জাল নোটসহ আশরাফুল ইসলামকে আটক করা হয়। এসময় জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। স্টুডিওর মালিক একই গ্রামের আব্দুল মজিদের ছেলে লিটনকে (৩২) পাওয়া যায়নি। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরী করে নিজ হেফাজতে রেখে জাল টাকার ব্যবসা করে আসছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, মামলা দায়েরের পর পঞ্চগড় থানায় আশরাফুলকে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন


 

Link copied