আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়      

 width=
 

নীলফামারীতে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

শনিবার, ২০ মে ২০১৭, বিকাল ০৬:৩৮

“উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীতে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ মেলা শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই মেলার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান। জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মোঃ ফারুক, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নুর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেরা বানু, পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র রায় প্রমুখ। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সুত্র মতে মেলায় নীলফামারী জেলার ছয় উপজেলার ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৪টি বিজ্ঞান কাব সহ মোট ৩৫ স্টল স্থান পেয়েছে।

মন্তব্য করুন


 

Link copied