আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

"মাদক নির্মুলে রংপুর বিভাগে পুলিশ নিরলসভাবে কাজ করছে"

শনিবার, ২৩ জুন ২০১৮, দুপুর ০২:২০

 মমিনুল ইসলাম রিপন, স্টাফ রিপোর্টার: পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম,পিপিএম বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত মাদক নির্মুলে রংপুর বিভাগে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেখানেই মাদক বিক্রি ও সেবনের হবে সেখানেই পুলিশ অভিযান চালাবে। কারণ মাদক এদেশের ভবিষ্যৎ প্রজন্ম যুব ও তুরুণসমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর এই জন্যই প্রধানমন্ত্রী মাদক নির্মুলের ঘোষণা দিয়েছেন। তার ঘোষণার পরেই রংপুর বিভাগে পুলিশ বাহিনী বেশ কিছু সফল অভিযান পরিচালনা করেছে। সাফল্যও পেয়েছে। তিনি শনিবার রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে মে মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠিত সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি মোঃ মজিদ আলী, বিপিএম, সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কাদের, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার ফারহাত আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম, পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আ‏হ্মদ, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, বিপিএম, রংপুর এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, গাইবান্ধার পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান মিয়া, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (কমান্ড্যান্ট, অতিরিক্ত দায়িত্বে, আরআরএফ, রংপুর), মোঃ আব্দুল লতিফ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার উপস্থিত ছিলেন। উক্ত সভায় রংপুর রেঞ্জের গত মে মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও উক্ত সভায় রংপুর রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের মে মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পুরুস্কার প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ ডিবি অফিসার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ সহকারি সাব-ইন্সপেক্টর, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট, শ্রেষ্ঠ থানা এবং শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যথাক্রমে লালমনিরহাট জেলার এ-সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার এসআই মোঃ নুর আলম সরকার, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ হাফিজুর রহমান ও নীলফামারী জেলার সৈয়দপুর থানার এসআই মোঃ আব্দুল আজিজ, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার এসআই মোঃ মাইনুল ইসলাম, শ্রেষ্ঠ ডিবি অফিসার গাইবান্ধা জেলার ডিবি’র এসআই মোঃ হাবিবুর রহমান, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এএসআই মোঃ শওকত আলর সিদ্দিকী, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে রংপুরের খান মো: মিজানুর ফাহমী, শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুর জেলার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ এবং জেলা হিসেবে পুলিশ সুপার, লালমনিরহাট নির্বাচিত হন।

মন্তব্য করুন


 

Link copied