আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

কিশোরীগঞ্জে বাঁশ কাঁটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬

শুক্রবার, ৩ আগস্ট ২০১৮, বিকাল ০৭:০৫

কিশোরীগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ৩ আগস্ট॥ জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১০টার দিকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী হিন্দুপাড়া গ্রামে। আহতদের উদ্ধার করে কিশোরীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী হিন্দুপাড়া গ্রামের মৃত অমিক্ষা বর্মনের ছেলে মলিন চন্দ্র রায়ের ক্রয় করা ৭ শতক জমিতে বাঁশ লাগানো ছিল। আজ শুক্রবার সকাল ১০টার দিকে একই গ্রামের নগেন্দ্রনাথ রায়ের ছেলে সুকুমার রায় ওই জমির অংশিদারিত্ব দাবি করে বাঁশ কাটতে যায়। এসময় মলিন চন্দ্র রায়ের স্ত্রী নীলা রানী রায় ও ছেলে গৌতম চন্দ্র রায় বাঁশ কাটতে বাঁধা দিলে দুপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। আহতরা হল অমিক্ষা বর্মনের ছেলে মলিন চন্দ্র (৫৫) মলিন চন্দ্র রায়ের স্ত্রী নীলারানী (৪০) ছেলে গৌতম চন্দ্র (১৭) অপর পক্ষের নগেন্দ্রনাথ রায়ের ছেলে সুকুমার রায় (৩২) মানস চন্দ্র রায় (২০) ও নগেন্দ্রনাথ রায়ের স্ত্রী সুর্যবালা (৪৫) আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন, ঘটনাটি আমি শুনেছি জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে তারা আহত হয়েছে। কিশোরীগঞ্জ থানার ওসি হারুন-অর রশিদ বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই আমার কাছে কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied