আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

পুলিশ বাহিনী থেকে ভালো ক্রিকেটার তৈরি করতে হবে- রংপুর রেঞ্জ ডিআইজি

বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮, রাত ০৮:৩৩

মমিনুল ইসলাম রিপন: বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেছেন, ক্রিকেট খেলায় বিশ্বে বাংলার যুবকরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা চাই পুলিশ বাহিনী থেকেও ভালো খেলোয়াড় তৈরি হোক। যারা একদিন জাতীয় ক্রিকেট দলে খেলবেন। পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে। বুধবার দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হওয়া প্রথমবারের মতো রংপুর রেঞ্জ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিআইজি একথা বলেন। অনুষ্ঠানে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) উৎপল চন্দ্র রায়, সহকারি পুলিশ সুপার (হেড কোয়াটার) আরমান হোসেন পিপিএম প্রমুখ। দেবদাস ভট্টাচার্য্য বলেন, পুলিশের প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধি ও শরীর সতেজ রাখলে খেলাধুলার ব্যবস্থা রয়েছে। মনোবল চাঙা রাখতে খেলাধুলা করা ভালো। রংপুর রেঞ্জ থেকে আমরা ভালো খেলোয়াড় বের একটি শক্তিশালী দল গঠন করতে চাই। যারা দেশের অন্যান্য জায়গাতে রংপুরের সুনাম বয়ে আনবে। চার দিনব্যাপী শুরু হওয়া এই প্রতিযোগিতায় নীলফামারী জেলা পুলিশ দল, দিনাজপুর জেলা পুলিশ, ঠাকুরগাঁও জেলা পুলিশ, কুড়িগ্রাম জেলা পুলিশ, রংপুর রিজার্ভ ফোর্স পুলিশ এবং রংপুর জেলা পুলিশ দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলা পুলিশ দলের বিপক্ষে টসে জিতে প্রথম ব্যাট করে রংপুর রিজার্ভ ফোর্স (আরআরএফ)। ১৮ ওভার ৪ বল খেলে ১০ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেন তারা। জয়ের লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশ দল ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৫ রানে আলআউট হয়। ৬০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন আরআরএফ দলের খেলোয়াড়রা। এদিকে আজকের দুটি খেলার একটিতে রংপুর জেলা পুলিশ দলের মুখোমুখি হবে ঠাকুরগাঁও জেলা পুলিশ দল। অপরটিতে কুড়িগ্রাম জেলা পুলিশ দলের বিপক্ষে মাঠে নামবে আরআরএফ পুলিশ দল।

মন্তব্য করুন


 

Link copied