আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

ফের গভীর রাতে ধরা পড়লেন বিপাশা!

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৩, দুপুর ১১:০৪

শেষতক পানশালার ব্যবস্থাপকের অনুরোধে সেখান থেকে চলে যান তারা। অবশ্য বিপাশা-হারমান সখ্যের বিষয়টি মোটেও নতুন কিছু নয়। এখন পর্যন্ত বহুবারই মুম্বাই শহরের অনেক জায়গায় একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাদের। কিন্তু বলিউডের প্রেমের চিরায়ত রীতি মেনে কখনোই জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি তারা। কয়েকদিন আগে সাজিদ খান পরিচালিত ‘হামসকলস’ ছবির শুটিংয়ের কাজে লন্ডন গিয়েছিলেন বিপাশা। প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে হঠাত্ করেই সেখানে গিয়ে হাজির হন হারমান। এবার মুম্বাইয়ে পানশালায় গভীর রাত পর্যন্ত সময় কাটিয়ে তাদের সখ্য যে দিনকে দিন বেড়েই চলেছে সেটারই বুঝি প্রমাণ রাখলেন এ তারকা জুটি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, সম্প্রতি বান্দ্রার একটি পানশালায় একসঙ্গে হাজির হন বিপাশা ও হারমান। পানশালার এক কোনায় একটি টেবিলে বসে গল্প গুজবে মেতে ওঠেন এ তারকা জুটি। একে অন্যের সঙ্গ তারা এতটাই উপভোগ করছিলেন যে, আশপাশের মানুষদের উপস্থিতিকে পাত্তাই দেননি। শুধু তাই নয়, সময় গড়িয়ে রাত যে গভীর হয়ে গেছে সেটাও খেয়াল করেননি। সূত্র জানিয়েছে, পানশালার মালিক বিশিষ্ট একজন ব্যক্তি। হারমান-বিপাশার সঙ্গে তার ভালোই খাতির আছে। এজন্য পানশালায় আগত সাধারণ মানুষদের তুলনায় সেখানে বেশি সময় থাকার অনুমতি ছিল বিপাশা ও হারমানের। কিন্তু পানশালা বন্ধের সময় হয়ে গেলেও, তারা সেখান থেকে নড়ছিলেন না। এ অবস্থায় একরকম বাধ্য হয়েই পানশালার ব্যবস্থাপক তাদের কাছে এগিয়ে যান। তিনি জানান, পানশালার শাটার বন্ধ করতে হবে। এজন্য তিনি বিপাশা ও হারমানকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন।

মন্তব্য করুন


 

Link copied