আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়      

 width=
 

নীলফামারী-১ আসন লাঙ্গল-নৌকার ভোটযুদ্ধ দেখার অপেক্ষা॥ জাপা প্রার্থীর সংবাদ সম্মেলন

শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮, বিকাল ০৬:২৯

বিশেষ প্রতিনিধি ২৮ ডিসেম্বর॥ প্রচারনা থেমে গেছে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে সাধারন ভোটারদের চুলচেরা বিশ্লেষন শুরু হয়েছে। এই আসনে ধানের শীষের প্রার্থী খালেদার বড় দুলাভাই রফিকুল ইসলাম কিছুদিন আগেও লাইম লাইটে থাকলেও তিনি ভোটের মাঠ হতে হুট করে যেন চুপসে গেলেন। ভোটারদের মাঝে এখন চলছে আওয়ামী লীগের প্রার্থী নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের সঙ্গে লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সহ সভাপতি এই আসনের সাবেক সংসদ জাফর ইকবাল সিদ্দিকী নিয়ে। মহাজোটের পক্ষে আসনটি উম্মুক্ত। প্রতিদ্বন্দ্বিতায় মহাজোটের শরীক এই দুই দলের দুই প্রার্থীই গণসংযোগ ও প্রচার-প্রচারে ছিল সমর্থকদের ঢল। তাই এখানে ৩০ ডিসেম্বর নৌকা ও লাঙ্গলের ভোটযুদ্ধ কেমন হয়, তা দেখার অপেক্ষা করছেন ভোটাররা। আজ শুক্রবার(২৮ডিসেম্বর) জুম্মা নামাজের পর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী ডোমারের বাসভবনে সংবাদ সম্মেলন অভিযোগে করে বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আফতাব উদ্দিন সরকার। আমার জনসমর্থন দেখে ভয়ে ভীত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছেন তিনি। প্রত্যাহারের অপপ্রচার চালিয়ে নেতাকর্মী-সমর্থক ও ভোটারদের বিভ্রান্ত করছেন তিনি। আসনটি মহাজোটের উম্মুক্ত হলেও আফতাব উদ্দিন সরকার পোস্টারে নিজেকে মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করে আসছেন। এমন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’ তিনি দাবি করে বলেন,‘আসনটিতে লাঙ্গলের অবস্থা খুবই ভালো, নৌকার অবস্থা খুবই নাজুক। সে ক্ষেত্রে আমার প্রত্যাহার করার কোন প্রশ্নই আসে না। বরং নৌকার প্রার্থী আফতাব উদ্দিন সরকারেরই প্রত্যাহার করা উচিৎ।’ তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের গতকাল বৃহস্পতিবার(২৭ডিসেম্বর) বিকালে ঢাকার আসন ছেড়ে দেওয়া ও অন্যান্য আসনের একক প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়কে কেন্দ্র করে আসনটিতে লাঙ্গলের প্রত্যাহারের অপপ্রচার ছড়ায় নৌকার প্রার্থী ও নেতাকর্মীরা। জাতীয় পাটির চেয়ারম্যানের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ‘মহাজোট ব্যতীত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ নিজ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করবেন, কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে দলের চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন।’ এসময় দলের চেয়ারম্যানের নির্দেশনার একটি চিঠি দেখান তিনি। তিনি ভোটারদের উৎসব মুখোর পরিবেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন ভোট প্রদানের জন্য আইনশৃংঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন । সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডোমার পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, জ্যেষ্ঠ সহসভাপতি সালাইদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন প্রমুখ। প্রকাশ থাকে যে এই আসনের ৮জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। এরা হলেন জাতীয় পাটির জাফর ইকবাল সিদ্দিকী(লাঙ্গল), আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার(নৌকা), বিএনপির মো. রফিকুল ইসলাম চৌধুরী(ধানের শীষ), ন্যাপের মো. জেবেল রহমান গাণি (গাভি), ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইফুল ইসলাম(হাত পাখা), বাসদের মো. ইউনুস আলী (মই), জমিয়াতে উলামায় ইসলাম বাংলাদেশের মঞ্জুরুল ইসলাম (খেজুর গাছ) বিএনএফের সিরাজুল ইসলাম (টেলিভিশন)। দুই উপজেলার ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৫৩৫ জন।

মন্তব্য করুন


 

Link copied