আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়      

 width=
 

সৈয়দপুরে মঞ্চস্থ হয়েছে নাটক ‘কোর্ট মার্শাল’

শুক্রবার, ১ ফেব্রুয়ারি ২০১৩, রাত ১০:০৭

তাহমিন হক ববি ॥ নীলফামারীর সৈয়দপুর সন্ধানী নাট্য গোষ্ঠীর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার ( ৩১ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর মূর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে নাটকটি উপভোগ করতে দর্শকের ঢল নামে। এটি ছিল সন্ধানী নাট্য গোষ্ঠীর ২৫তম প্রযোজনা এবং ১৬তম প্রদর্শনী। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোর্ট মার্শাল রচনা করেন স্বদেশ দীপক। আর এর অনুবাদক হলেন সলিল সরকার। দেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মরহুম এস.এম. সোলায়মান কোর্ট মার্শাল নাটকটি রূপান্তর করেছেন। সন্ধানী নাট্য গোষ্ঠীর সভাপতি নাট্যকর্মী মো.জহিরুল ইসলাম জহির নির্দেশিত কোর্ট মার্শাল নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন হোসেন আলী,মো. রফিক্লু ইসলাম,মো.শফিকুল ইসলাম মধু,জহিরুল ইসলাম জহির,বিকাশ চন্দন হাওলাদার,রুহুল আমিন মেরাজ,শাদ আহমেদ,সন্দ্বীব কুমার বিশ্বাস,তহমিনা তুলি,আবুল হোসেন,মোখলেছুর রহমান,আকাশ আল-মামুন । আলোক নির্দেশনায় ছিলেন মো.মনসুর আলী ও শব্দ নিয়ন্ত্রণে রুবেল আল মামুন। সৈয়দপুর  মর্তুজা ইনস্টিটিউট ভর্তি বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। দর্শকরা নাটকটির অভিনয় শিল্পীদের অভিনয় দেখে মুগ্ধ হন এবং প্রশংসা করেন। নাটকটি মঞ্চায়নের আগে সন্ধানী নাট্য গোষ্ঠীর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক সুংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ মমতাজুল হক।বিশেষ অতিথি ছিলেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক(ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো.শফিকুল ইসলাম ও নাট্য ব্যক্তিত্ব পারভীন রেজানুর। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী নাট্য গোষ্ঠীর সহ-সভাপতি মো.মনোয়ার হোসেন বাচ্চু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাওয়াদুল হক সরকার,রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন ও সন্ধানী নাট্য গোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied