আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

হরতাল নীলফামারীতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০১৫, বিকাল ০৫:৪৭

জেলা মুক্তিযোদ্ধা সংসদদের কমান্ডার ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুডি কমান্ডার কান্তি ভুষন কুন্ডু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদুল ইসলাম, সদর উপজেলা ডেপুডি কমান্ডার শওকত আলী টুলটুল, সুধাংশু রায়, সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক, জলঢাকা উপজেলা কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান আল-আমিন, সদর উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুল হক দোদুল, সহ-সভাপতি আনিসুজ্জামান রুমি, সাধারন সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।

বক্তারা আপেক্ষ বলেন, রাজনীতি এবং গণতন্ত্রের নামে যে দেশে পেট্রোলবোমা মেরে সাধারন মানুষ পোড়ানো হয়, মানুষ হত্যা করা হয়, যানবাহন ভাঙচুরসহ নৈরাজ্য সৃষ্টি করা, দেশের ভবিষ্যত নাগরিকদের জ্ঞান অর্জনে বাধাসৃষ্টি করা হয়, দেশের সম্পদ ধ্বংস করে উন্নয়ন বাধাগ্রস্থ করা হয় এমন বাংলাদেশ আমরা চাইনি। পেট্রোল বোমা মেরে শিশু হত্যার মত কঠিন পাপের সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপার্সন।

বক্তারা আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আর আজ স্বাধীনতার পরাজিত শক্তি দেশে নৈরাজ্য সৃস্টি করে দেশের সাধারন মানুষ ও শিশুদের মারছে। সহিংসতা ও নাশকতা পরিহার করে সুস্থ্য স্বাভাবিক পরিবেশে রাজনীতির কর্মসূচি দেওয়ার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন


 

Link copied