আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

ন্যুড অ্যাপ!

সোমবার, ৫ অক্টোবর ২০১৫, সকাল ০৭:৫৭

 
তবে, বর্তমানে এমন অ্যাপ্লিকেশন বাজারে এসেছে যেগুলো সমস্যায় ফেলতে পারে আপনাকে৷ এদের মধ্যেই একটি হল ন্যুড ইট বা ন্যুড স্ক্যানার৷ এ ধরনের মোবাইল অ্যাপ মানুষের পোষাকের ভিতর উঁকি দিতে পারে!
 
এই অ্যাপ বডি স্ক্যানিংয়ের মত কাজ করে৷ অ্যাপ্লিকেশনটি মোবাইলের ক্যামেরার সঙ্গে কানেক্ট হয়ে যে কোনও মানুষের শরীর স্ক্যান করতে পারে৷ এতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে এটি শরীর স্ক্যান করার সঙ্গে সঙ্গে নগ্ন শরীরের ছবিও তুলে নিতে সক্ষম৷
 
আসলে ন্যুড স্ক্যানার বাস্তবে কোনো মানুষের শরীরকে নগ্ন দেখাতে পারে না।
 
এটি শুধু মাত্র মজা করার জন্য ব্যবহার করা যেতে পারে৷ এই অ্যাপ্লিকেশনে মানব শরীরের বিভিন্ন অংশের ছবি আগে থেকেই স্টোর করা থাকে৷ এই ছবি গুলি কোনও মানুষের ছবির সঙ্গে ব্যবহার করা যেতে পারে৷
 
এই অ্যাপসের মাধ্যমে তৈরি ছবি দেখে অনেকের মনে হতে পারে এটি সত্যিই শরীর স্ক্যান করেছে। মুখশ্রী বাদ দিয়ে বাকী শরীরটাই কপি-পেস্ট করে তৈরি করা যায়৷ বেশ কিছু মানুষ ইতিমধ্যেই এই অ্যাপের সাহায্যে নিজের বন্ধুদের সঙ্গে মজা করেছেন৷
 
বডি স্ক্যান করার এই অ্যাপটি অ্যান্ড্রয়েড বা আইওএসে কাজ করতে পারে৷
 
অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে পাওয়া যাবে না৷ তবে বেশ কিছু ওয়াবসাইটে এটিকে এপিক ফাইল হিসেবে পাওয়া যেতে পারে৷
 

মন্তব্য করুন


 

Link copied