আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়      

 width=
 

ঠাকুরগাঁওয়ে ভাতিজার হাতে চাচা নিহত

শনিবার, ১০ অক্টোবর ২০১৫, বিকাল ০৫:৫৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামে ভাতিজা রনির লাঠির আঘাতে চাচা সৈকত আলীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সৈকত আলী ওই উপজেলার মালঞ্চা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের অডিট অফিসে চাকরি করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাচা সৈকত আলী ভাতিজা রনিকে স্থানীয় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দেন। সেই প্রশিক্ষণ কেন্দ্র নিয়মিত ক্লাস করতো না‍ রনি। শনিবার সকাল ১০টায় এ বিষয়ে ভতিজার কাছে কৈফিয়ত জানতে চান চাচা। এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে রনিকে থাপ্পড় দেন। এতে রনিও ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। লাঠির আঘাতে সৈকত রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাতিজা রনিকে আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

মন্তব্য করুন


 

Link copied