আর্কাইভ  শনিবার ● ১৬ আগস্ট ২০২৫ ● ১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৬ আগস্ট ২০২৫

পোষা পাখির যত্নে যা করবেন

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, দুপুর ০৪:১৯

Advertisement Advertisement

ডেস্ক: পাখি পোষা মানেই শুধু খাঁচায় বন্দি রাখা নয়। তার মানসিক ও শারীরিক সুস্থতার দিকেও সমান খেয়াল রাখতে হয়। খাঁচার পাখিরা খুব সংবেদনশীল হয়, তাই তাদের ঠিকমতো যত্ন না নিলে সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে। পাখিকে সুস্থ, সক্রিয় ও আনন্দে রাখতে হলে কিভাবে খাওয়াবেন, কোথায় খাঁচা রাখবেন এবং কিভাবে তার মন ভালো রাখবেন—এই সব বিষয়ই জেনে রাখা দরকার।

যদি পাখি পুষতে চান, তাহলে শুরু থেকেই কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। চলুন, জেনে নিই।

খাঁচা নির্বাচন ও যত্ন
পাখির আকার ও বয়স অনুযায়ী খাঁচা বেছে নিন। খাঁচা যেন খুব ছোট না হয়।

যেসব জায়গায় খাঁচা রাখবেন না
অতিরিক্ত রোদে, বৃষ্টির মধ্যে, স্যাঁতসেঁতে বা অন্ধকার জায়গায়, যেখানে খুব বাতাস।
খাঁচা সপ্তাহে অন্তত একবার ভালো করে পরিষ্কার করতে হবে। খাবার ও পানির পাত্র প্রতিদিন পরিষ্কার রাখুন।

গোসলের ব্যবস্থা
পাখিরা, বিশেষ করে গরমকালে, গোসল করতে খুব পছন্দ করে। খাঁচায় একটি পাত্রে আলাদা করে গোসলের পানি দিন। পানি প্রতিদিন বদলে ফেলুন এবং সর্বদা পরিষ্কার পানি দিন।

কী খাওয়াবেন, কী নয়
খাওয়ানো যায় : মিশ্রিত বীজ, টাটকা ফল ও সবজি (যেমন— পাকা পেঁপে, আপেল, গাজর, শসা, কুমড়া, পালং শাক, পেয়ারা), সিদ্ধ ভুট্টা, ভেজানো ছোলা, অল্প ভাত, মাঝে মাঝে ডাবের পানি।

যা একেবারেই নয়
চকোলেট (থিয়োব্রোমাইন পাখির স্নায়ুতন্ত্রের ক্ষতি করে)
চা, কফি, সোডা (ক্যাফিন হৃদস্পন্দনে প্রভাব ফেলে)
পেঁয়াজ, রসুন (খাদ্যনালিতে সংক্রমণ হতে পারে)
কাঁচা মাশরুম, মধু, দুগ্ধজাত খাবার (ডায়রিয়া বা লিভারের সমস্যা করতে পারে)।

পাখির মন ভালো রাখতে
খাঁচার ভেতরে ছোট দোলনা ও মই রাখুন, এতে পাখির শরীরচর্চা হয়।
টিয়া বা ম্যাকাও জাতীয় পাখিরা শব্দ ভালোবাসে। পছন্দমতো শব্দ শুনতে দিন : পাখির ডাক, ঝরঝর বৃষ্টির শব্দ, হালকা সংগীত, টিভিতে পাখির শো বা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও।

রঙের প্রতি আকর্ষণ
পাখিরা উজ্জ্বল রং পছন্দ করে। খাঁচা এমন জায়গায় রাখুন, যেখান থেকে সে গাছপালা, ফুল বা রঙিন দৃশ্য দেখতে পায়।

আশপাশের দেয়ালে রঙিন ওয়ালপেপার লাগালে আরো ভালো। পাখিকে খাঁচায় রাখার সিদ্ধান্ত নিলে, তার প্রতি দায়িত্ববোধ থাকা খুবই জরুরি। ভালোবাসা ও যত্নই তাকে সুস্থ ও খুশি রাখতে পারে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

মন্তব্য করুন


Link copied