আর্কাইভ  রবিবার ● ১৯ মে ২০২৪ ● ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ১৯ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী       সৈয়দপুরে আচরণবিধি লঙ্ঘনে ৪০ হাজার টাকা জরিমানা টাকা দিতে অস্বীকার, জেলহাজতে চেয়ারম্যান প্রার্থী       নীলফামারীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ       চার বিভাগে হিট অ্যালার্ট জারি       জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণায় সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা      

 width=
 

ডোমারে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬, রাত ০৮:৩৯

  বিশেষ  প্রতিনিধি ২০ সেপ্টেম্বরনীলফামারীর ডোমারে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে  গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে ডোমার থানা পুলিশের সহায়তায় পঞ্চগড় পুলিশ এদের গ্রেফতার করে পঞ্চগড় নিয়ে গেছে। এরা হলো  ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী চান্দিনাপাড়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে আশিক (২৮), পুর্ব বোড়াগাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে রফিকুল ইসলাম (২৫) ও জোড়াবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মাহাবুব (৩৫)। এদের মধ্যে আশিক ডোমার উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক বোড়াগাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদের ভাতিজা। পুলিশ জানানয় গ্রেফতারকৃত ডাকাতদের  বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পঞ্চগড় জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার কফিল উদ্দিনের নেতৃত্বে ডোমার থানার এসআই আরমান হোসেন, পঞ্চগড় থানার এসআই ফিরোজ সহ একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করে। জানা যায়, ওই তিনজন তাদের গ্রুপের অনান্য সদস্যদের নিয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন সড়কে অটো ও মোটর সাইকেল ডাকাতি করে। ডাকাতি করা মোটর সাইকেলগুলো পঞ্চগড়ে ও অটোগুলো নীলফামারী জেলার ডোমার উপজেলার নিমোজখানা হাটে এনে তারা বিক্রি করত। এ দলের দুই জন সদস্য সম্প্রতি পঞ্চগড় পুলিশের হাতে আটক হয়। আটককৃতদের দেয়া তথ্য মতে নীলফামারীর ডোমারের উক্ত তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানায়  পঞ্চগড় জেলা পুলিশের এএসপি কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন


 

Link copied