আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬       বেরোবি শিক্ষার্থী আফ্রিদি ফিরবে লাশ হয়ে      

 width=
 

নাগেশ্বরীতে জমি দখল সংঘর্ষে একজনের মৃত্যু: চারজন গ্রেফতার

শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১২, রাত ০৮:৫৭

নাগেশ্বরী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু ঘটেছে। থানায় মামলার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূর্ববালাহাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কোরবান হোসেন (৪৬) ও ফুলবর রহমানের ছেলে আইয়ুব আলীর (৪০) মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিল বেশ কিছুদিন থেকে। গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আইয়ুব আলীর পক্ষের লোকেরা বিরোধপূর্ণ ওই জমি দখল নিতে যায়। জানতে পেরে কোরবান আলী জমিতে এসে বাধা দিলে আইয়ুব আলীর লোকজনেরা ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে বেধম মারতে আরম্ভ করে। কোরবান আলী জীবন বাঁচাতে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে নিজ বাড়িতে ঢুকে পরে। আইয়ুব আলীর উত্তেজিত লোকেরা কোরবান আলীর বাড়িতে ঢুকে তাকে আবারো প্রচণ্ড মারপিট করে ফেলে রেখে যায়। উপস্থিত লোকজন কোরবান আলীকে গুরুতর আহত অবস্থায় ভূরুঙ্গামারী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডা. ডাকে রংপুরে পাঠানোর পরামর্শ দিলে তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা-রত অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। নিহতের ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে কচাকাটা থানায় ২১ জনকে আসামী করে একটি হত্যা মালা দায়ের করেছে। রাতে কচাকাট থানা পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার সাহা জানান, ইতিমধ্যে ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের তৎপরতা চলছে।

মন্তব্য করুন


 

Link copied