আর্কাইভ  রবিবার ● ১৯ মে ২০২৪ ● ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ১৯ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী       সৈয়দপুরে আচরণবিধি লঙ্ঘনে ৪০ হাজার টাকা জরিমানা টাকা দিতে অস্বীকার, জেলহাজতে চেয়ারম্যান প্রার্থী       নীলফামারীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ       চার বিভাগে হিট অ্যালার্ট জারি       জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণায় সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা      

 width=
 

জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়ে অনার্স ক্লাশের যাত্রা শুরু

বুধবার, ২১ মে ২০১৪, বিকাল ০৫:০৪

রনজিত রায়, জলঢাকা (নীলফামারী) সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়ে বুধবার অনার্স পাঠ স্নাতক (সম্মান) ক্লাশের যাত্রা শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে দুটি বিষয় নিয়ে কার্যক্রমের শুভ সুচনা করা হয়। দর্শন (অনার্স) ৫০ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৪৩ জন ছাত্র ছাত্রীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে প্রতিষ্ঠানের অনার্স বিভাগের ক্লাশ যাত্রা শুরু হয়।

এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসটিকে বর্নঢ্য সাজে সজ্জিত করা হয়। এর আগে ডিগ্রী মহাবিদ্যালয় হলরুমে নবাগত শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক এর সভাপতিত্বে কলেজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য সহিদ হোসেন রুবেল, আজগার আলী, আতিয়ার রহমান, আব্দুল্লাহেল বাকী, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মনিবুর রহমান চৌধুরী, আব্দুল হালিম, লুৎফুল কবির প্রমুখ। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক জানান ১ম পর্যায়ে দুটি বিষয় নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্র্তীতে বাংলা, ব্যবস্থপনা ও ইতিহাসসহ অনেক বিষয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন


 

Link copied