আর্কাইভ  শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫ ● ২৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
এক নজরে তফসিল

এক নজরে তফসিল

প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের একমাত্র উদ্দেশ্য: সিইসি

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের একমাত্র উদ্দেশ্য: সিইসি

প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি

প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সীমান্তে ২ যুবকের মরদেহ

শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, বিকাল ০৬:০১

Advertisement

ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চর হনুমন্তনগর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুই যুবক হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী চর কানাপাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন মুসা (১৯) ও একই গ্রামের মো. শুকুদ্দীর ছেলে কাওসার আলী (১৮)। এই দুই তরুণ কাজের সন্ধানে গত ১৯ ডিসেম্বর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, কয়েকজন যুবক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে কাওসার ও মোশাররফ ছাড়া বাকিরা গ্রামে ফিরে আসেন। আর ওই দুজন নিখোঁজ ছিলেন। শনিবার সকালে পদ্মা নদীর চর হনুমন্তনগর এলাকায় তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাদের মরদেহ নিয়ে আসেন।

ওসি আরও জানান, মারা যাওয়া দুজনের চোখে-মুখে রক্ত লেগে ছিল। তবে সুরতহালের সময় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


Link copied