আর্কাইভ  মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫ ● ৯ পৌষ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

আইএমআই নম্বর পরিবর্তনে শক্তিশালী চক্র
চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

পুরুষও যখন গর্ভবতী দুর্নীতিতে অসুস্থ চিকিৎসা খাত

পরীক্ষা ছাড়াই রিপোর্ট
পুরুষও যখন গর্ভবতী দুর্নীতিতে অসুস্থ চিকিৎসা খাত

স্পার নামে অবাধে অনৈতিক কারবার

স্পার নামে অবাধে অনৈতিক কারবার

ভূতুড়ে বাড়ি এফডিসি কি পারবে ঘুরে দাঁড়াতে

ভূতুড়ে বাড়ি এফডিসি কি পারবে ঘুরে দাঁড়াতে

তন্বীর সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন এনসিপি নেতা: মিলল সব বিস্ময়কর তথ্য

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৪৬

Advertisement

নিউজ ডেস্ক: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সোনাডাঙ্গা এলাকার আল-আকসা মসজিদ রোডের ‘মুক্তা হাউজ ১০৯’-এর নিচতলায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ঘটনাটি সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় ঘটেছে বলে দাবি করা হলেও তদন্তে ভিন্ন তথ্য উঠে এসেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, মোতালেব শিকদারকে ‘মুক্তা হাউজ’ নামের একটি বাসার ভেতরেই গুলি করা হয়।

কেএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে পুলিশের কাছে রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। পরে তদন্ত ও আলামত বিশ্লেষণে বাসাটিকেই ঘটনাস্থল হিসেবে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, ‘মুক্তা হাউজ ১০৯’-এর নিচতলার ফ্ল্যাটটি তন্বী নামের এক নারীর ভাড়া বাসা। ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে মোতালেব শিকদার গত প্রায় দুই মাস ধরে বসবাস করছিলেন। ঘটনার পর থেকে তন্বীকে পাওয়া যাচ্ছে না।

তল্লাশিকালে পুলিশ ওই বাসা থেকে পাঁচটি বিদেশি মদের খালি বোতল, এক রাউন্ড পিস্তলের গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কার্যক্রমের আলামত উদ্ধার করেছে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, ঘটনার আগের রাতে সাড়ে ১২টার দিকে মোতালেব শিকদারসহ তিনজন ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেন। সেখানে ওই নারীও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কোনো অন্তর্কোন্দল থেকেই গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) মো. তাজুল ইসলাম বলেন,“এ ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মাদক ব্যবহারের সামগ্রী উদ্ধার করা হয়েছে। মূল ঘটনা উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।”

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “বাসার ভেতরেই তাকে গুলি করা হয়। শুরুতে তিনি পুলিশকে বিভ্রান্ত করেছিলেন। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।”

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ আক্তারুজ্জামান জানান, গুলিটি মোতালেব শিকদারের কানের পাশের চামড়ায় আঁচড় কেটে বের হয়ে যায়। এতে বড় ধরনের ক্ষতি হয়নি। অস্ত্রোপচারের পর তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা ভালো।

এদিকে মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার বলেন, “তন্বী নামের ওই তরুণী এক মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিওকর্মী বলে পরিচয় দিতেন। তার বাসায় একাধিক পুরুষের যাতায়াত ছিল। অসামাজিক কার্যকলাপের অভিযোগে আমরা তাকে বাসা ছাড়ার নোটিশ দিয়েছিলাম।”

পুলিশ সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার পেশায় একজন ট্রাকচালক। এনসিপির রাজনীতিতে যুক্ত হয়ে তিনি কেন্দ্রীয় পদ লাভ করেন। সম্প্রতি একটি প্রাইভেট কার কিনে তাতে দলীয় স্টিকার ব্যবহার করতেন। তদন্তে উঠে এসেছে, তন্বী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং কয়েক মাস ধরেই তার সঙ্গে মোতালেবের ঘনিষ্ঠতা ছিল।

অন্যদিকে মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা তাসনিম ঝুমুর জানান, “আমরা সোনাডাঙ্গা থানার পল্লীমঙ্গল মাদ্রাসার সামনে একটি ভাড়া বাসায় থাকি। যে বাসায় গুলির ঘটনা ঘটেছে সেটি আমাদের বাসা নয়। রোববার রাতে তিনি বাসায় ফেরেননি। সকালে হঠাৎ গুলিবিদ্ধ হওয়ার খবর পাই।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন


Link copied