আর্কাইভ  শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫ ● ৬ পৌষ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন

কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন

ভাইয়ের ইমামতিতে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত

ভাইয়ের ইমামতিতে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত

হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো : প্রধান উপদেষ্টা

হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির জানাজা সম্পন্ন, লাখো মানুষের অংশগ্রহণ

ওসমান হাদির জানাজা সম্পন্ন, লাখো মানুষের অংশগ্রহণ

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ০২:৩০

Advertisement

দিনাজপুর: দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা (৬৫)-কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় জেলার বিরামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.  আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আলতাফুজ্জামান মিতা শহরের ঘাসিপাড়া মহল্লার মো. সালেহ উদ্দিন আহমেদের ছেলে। তাঁর গ্রামের বড়ি বিরামপুর উপজেলার জগন্নাথপুরে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দেওয়া ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও   আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ছিলেন।

সূত্র জানায়, মিতা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সঙ্গে পরস্পর যোগসাজসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে আসছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন  বলেও পুলিশ জানায়। তাঁর বিরুদ্ধে দিনাজপুরের বিভিন্ন থানা ও ডিএমপিতে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন


Link copied