আর্কাইভ  শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫ ● ৫ পৌষ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ:
ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে

ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে

বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে হাদির মরদেহ

বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে হাদির মরদেহ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে

লালমনিরহাটে চিতাবাঘ আতঙ্ক, বিজিবির সতর্কবার্তা

লালমনিরহাটে চিতাবাঘ আতঙ্ক, বিজিবির সতর্কবার্তা

রংপুরে বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালি

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৬:৪৭

Advertisement

মমিনুল ইসলাম রিপন: ‘জান দেবো, জুলাই দেবো না’—এই স্লোগানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীকে স্মরণে রংপুর নগরীতে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল তিনটায় নগরীর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশ থেকে র‍্যালি শুরু হয়ে পুলিশ লাইনস মোড়, কাচারী বাজার প্রদক্ষিণ শেষে ডিসির মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পুরো শোক র‍্যালিজুড়ে ‘আমি কে তুমি কে, হাদী হাদী’, ‘আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো’, ‘গোলামি না আজাদী? আজাদী আজাদী’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

শোক র‍্যালিতে অংশ নেন রংপুরের হাজারো বিপ্লবী ছাত্র-জনতা। র‍্যালির শেষ প্রান্তে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু সেখানে উপস্থিত বিপুল জনতার সমর্থনে ডিসির মোড়ের নতুন নাম ঘোষণা করেন—‘ওসমান হাদী চত্বর’।

এর আগে দুপুর ২টার দিকে শোক র‍্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুর মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা শাখার আহ্বায়ক আল মামুন, গণসংহতি আন্দোলনের রংপুর মহানগর আহ্বায়ক তৌহিদুর রহমান, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান সজীব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া, রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুর রহমান মিম, জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন— শহীদ ওসমান হাদী ছিলেন নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। কোনো রাজনৈতিক সুবিধা নয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি ছিলেন এক অনমনীয় সংগ্রামী। তাঁর লড়াই অনুপ্রেরণা হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।

বক্তারা আরও বলেন— জুলাই অভ্যুত্থানের পর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদীর বলিষ্ঠ কণ্ঠ আমাদের নতুন করে এক মঞ্চে নিয়ে এসেছে। জুলাইয়ের এই বিপ্লবী হাদীর মাথায় পরিকল্পিতভাবে যারা গুলি করেছে তারা শুধু হাদীর মাথায় নয়—জুলাইকেও গুলি করেছে। তাঁর অবদান ভুলে গেলে জাতি অপার ক্ষতির মুখে পড়বে। তাই এই শোক র‍্যালি শুধু শ্রদ্ধা নয়, শপথ—ওসমান হাদীর আদর্শেই এগিয়ে যাবে মুক্তির নতুন প্রজন্ম।

বক্তারা অবিলম্বে ওসমান হাদীর খুনিদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃশ্যমান বিচারের দাবি জানান।

এ সময় উপস্থিত জনতা ওসমান হাদীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জীবন বাজি রেখে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শেষ পর্যন্ত “ওসমান হাদী অমর হোক” স্লোগানে রংপুর নগরীর আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।

সমাবেশ শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন


Link copied